Lesson- 1
اِسْمِيْ
প্রথমে শিক্ষক নিজেই " اِسْمِيْ...(আমার নাম…)" পাঠটি ব্যাখ্যা করবেন। তারপর শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করাবেন। এরপর, নিম্নোক্ত নির্দেশনা অনুসারে কার্যক্রম শুরু করবেন:
- শিক্ষক শিক্ষার্থীদেরকে একটি বৃত্তে দাঁড় করাবেন।
- শিক্ষক হাতে একটি বল নিয়ে বলবেন, " اِسْمِيْ..." (আমার নাম...) (তাঁর নাম বলবেন)।
- এরপর শিক্ষক বলটি শিক্ষার্থীদের বৃত্তের দিকে ছুঁড়ে দিবেন।
- যে শিক্ষার্থী বলটি ধরবে, শিক্ষক তাকে জিজ্ঞাসা করবেন, " مَا اسْمُكَ؟ (তোমার নাম কী?"
- শিক্ষার্থী উত্তর দেবে, " اِسْمِيْ..." (আমার নাম...) (তার নাম বলবে)।
- এইভাবে, প্রতিটি শিক্ষার্থী তাদের নাম বলবে।