Lesson- 38
مَنْ هُوَ؟
প্রথমে শিক্ষক নিজেই ” مَنْ هُوَ؟ (সে কে?)” পাঠটি ব্যাখ্যা করবেন। তারপর শিক্ষার্থীদেরকে তার সাথে অংশগ্রহণ করাবেন। এরপর, নিম্নোক্ত নির্দেশনা অনুসারে কার্যক্রম শুরু করবেন:
- শিক্ষক একজন শিক্ষার্থীকে তার পাশে বসে থাকা সহপাঠীর দিকে ইশারা করে জিজ্ঞাসা করবেন, ” مَنْ هُوَ؟ (সে কে?)”
- শিক্ষার্থী উত্তর দেবে, " هُوَ ...(সে...) (শিক্ষার্থী তার সহপাঠীর নাম বলবে)।
- এইভাবে শিক্ষক একে একে সকল শিক্ষার্থীকে জিজ্ঞাসা করবেন।
- এভাবে নাশাতটি শেষ হবে।