Book 01 - Lesson 42

শিক্ষক নির্দেশিকা

নাশাত- ১২: أَيْنَ الْكِتَابُ؟- أَيْنَ الْقَلَمُ؟

  • প্রথমে শিক্ষক নিজেই ” مَنْ هُوَ؟ (সে কে?)” পাঠটি ব্যাখ্যা করবেন। তারপর শিক্ষার্থীদেরকে তার সাথে অংশগ্রহণ করাবেন। এরপর, নিম্নোক্ত নির্দেশনা অনুসারে কার্যক্রম শুরু করবেন:
  • শিক্ষক শিক্ষার্থীদের তাদের বই ও কলম ব্যাগে রাখতে বলবেন।
  • এরপর তিনি জিজ্ঞাসা করবেন, " أَيْنَ الْكِتَابُ؟ (বই কোথায়?)"
  • প্রত্যেক শিক্ষার্থী তার ব্যাগ থেকে বই বের করে বলবে, " هَذَا كِتَابٌ (এটা বই)।"
  • এরপর শিক্ষক জিজ্ঞাসা করবেন, " أَيْنَ الْقَلَمُ؟ (কলম কোথায়?)"
  • প্রত্যেক শিক্ষার্থী তার ব্যাগ থেকে কলম বের করে বলবে, " هَذَا قَلَمٌ (এটা কলম)।"
  • এইভাবে নাশাতটি চলতে থাকবে।