Lesson- 14
كِتَابٌ - حَقِيْبَةٌ
প্রথমে শিক্ষক নিজেই " كِتَابٌ - حَقِيْبَةٌ (বই- ব্যাগ)” পাঠটি ব্যাখ্যা করবেন। তারপর শিক্ষার্থীদেরকে তার সাথে অংশগ্রহণ করাবেন। এরপর, নিম্নোক্ত নির্দেশনা অনুসারে কার্যক্রম শুরু করবেন:
- শিক্ষক শিক্ষার্থীদের তাদের আসনে বসতে বলবেন;
- এরপর তিনি ক্লাসের মাঝখানে একটি বৃত্ত তৈরি করবেন;
- প্রত্যেক শিক্ষার্থী ডান হাতে বইয়ের ছবির কার্ড এবং বাম হাতে ব্যাগের ছবির কার্ড ধরে রাখবে;
- শিক্ষার্থীরা শিক্ষকের মুখ থেকে " كِتَابٌ বই" শব্দটির আওয়াজ শুনে বইয়ের ছবির কার্ড তুলে ধরবে;
- শিক্ষার্থীরা শিক্ষকের মুখ থেকে " حَقِيْبَةٌ ব্যাগ" শব্দটির আওয়াজ শুনে ব্যাগের ছবির কার্ড তুলে ধরবে;
- যে শিক্ষার্থী শিক্ষকের নির্দেশনার অনুযায়ী করতে ব্যর্থ হবে, সে বৃত্তের মধ্যে চলে যাবে;
- এইভাবে কার্যক্রম চলতে থাকবে। সর্বশেষ যে শিক্ষার্থী নিজের আসনে থাকতে পারবেন, তিনিই বিজয়ী হবেন।