Lesson- 24

تَعَالْ - اِذْهَبْ

প্রথমে শিক্ষক নিজেই " تَعَالْ - اِذْهَبْ (আসো- যাও)” পাঠটি ব্যাখ্যা করবেন। তারপর হাতের ইশারার মাধ্যমে শিক্ষার্থীদেরকে তার সাথে অংশগ্রহণ করাবেন। এরপর, নিম্নোক্ত নির্দেশনা অনুসারে কার্যক্রম শুরু করবেন:

- শিক্ষক একজন শিক্ষার্থীকে ডেকে বলবেন, " تَعَالْ يَا...(এদিকে আসো, ওহে...)" (শিক্ষার্থীর নাম ধরে ডাকবে)।

- শিক্ষার্থী তাঁর কাছে আসবে।

- এরপর শিক্ষক তাকে তার আসনে ফিরে যেতে বলবেন এবং বলবেন, " اِذْهَبْ يَا...(ফিরে যাও, ওহে...)" (শিক্ষার্থীর নাম ধরে ডাকবেন)। অতপর শিক্ষার্থী তার আসনে ফিরে যাবে।

- এইভাবে প্রতিটি শিক্ষার্থী শিক্ষকের নির্দেশনা অনুযায়ী এই নাশাত সম্পন্ন করবে।