Lesson- 17
هَاتِ – خُذْ
প্রথমে শিক্ষক নিজেই " هَاتِ – خُذْ (দাও- ব্যাগ)” পাঠটি ব্যাখ্যা করবেন। তারপর শিক্ষার্থীদেরকে তার সাথে অংশগ্রহণ করাবেন। এরপর, নিম্নোক্ত নির্দেশনা অনুসারে কার্যক্রম শুরু করবেন:
- শিক্ষক শিক্ষার্থীদের একটি বৃত্তে বসাবেন।
- প্রত্যেক শিক্ষার্থী তার হাতে একটি ছবির কার্ড ধরবে (কার্ডে এমন ছবি থাকবে যেগুলোর আরবী নাম শিক্ষার্থীরা ইতিমধ্যে শিখেছে)।
- প্রত্যেক শিক্ষার্থী তার সহপাঠীর কাছে ছবির নাম বলে, " هَاتِ(দাও) ..." বলে কার্ডটি চাইবে। তার সহপাঠী তখন বলবে, " (خُذْ) নাও..." এবং কার্ডটি দিবে।
- এইভাবে প্রতিটি শিক্ষার্থী " هَاتِ – خُذْদাও – নাও" নাশাতটি চালিয়ে যাবে।