Lesson- 46
وَاحِدٌ- خَمْسَةٌ
প্রথমে শিক্ষক নিজেই ” وَاحِدٌ- خَمْسَةٌ (১ থেকে ৫)” পাঠটি ব্যাখ্যা করবেন। তারপর শিক্ষার্থীদেরকে তার সাথে অংশগ্রহণ করাবেন। এরপর, নিম্নোক্ত নির্দেশনা অনুসারে কার্যক্রম শুরু করবেন:
- শিক্ষক একটি কলম হাতে নিয়ে বলবেন, " وَاحِدٌ (এক)" এবং শিক্ষার্থীরা শিক্ষকের সাথে পুনরাবৃত্তি করে বলবে, "وَاحِدٌ (এক)।"
- তারপর শিক্ষক হাতে দুইটি কলম নিয়ে দুইটি কলমের দিকে ইশারা করে বলবেন, " اِثْنَانِ (দুই)" এবং শিক্ষার্থীরাও বলবে, " اِثْنَانِ (দুই)।"
- এইভাবে শিক্ষক পাঁচ পর্যন্ত গণনা করবেন, শিক্ষার্থীরাও সাথে সাথে বলবেন।